ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শাহজালাল সরকার সাজু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা ও সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তীরচর এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আকতারুজ্জামান সরকার।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল আহবায়ক আসিফ কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। ওইসব কুরুচিপূর্ণ মিথ্যাচারের মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। তাদের অপচেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ আছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এসব অপপ্রচার রুখে দিতে বদ্ধপরিকর।
তারা আরও বলেন- দীর্ঘদিন গুপ্ত অবস্থায় মব সৃষ্টির মাধ্যমে সারা দেশে যে অরাজকতা সৃষ্টির পায়াতার চলছে। তার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সজাগ রয়েছে, ভবিষ্যতেও রাজপথে থাকবে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন সোহেল, মাহবুব আলম, শরীফুল ইসলাম, দেবীদ্বার উপজেলা ছাত্রদল আহবায়ক শুভ হাজারী, দাউদকান্দি উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্রদল আহবায়ক রাসেল, হোমনা উপজেলা ছাত্রদল আহবায়ক সাইজ উদ্দিন সাজু, মুরাদনগর উপজেলা ছাত্রদল আহবায়ক খায়রুল আলম, চান্দিনা উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মেহেদী মৈশান, সদস্য সচিব কাইয়ূম খান, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সি প্রমুখ।