চান্দিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
শাহজালাল সরকার সাজু
কুমিল্লার চান্দিনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু।
রবিবার দুপুরে মাধাইয়া বাজার ও চান্দিনা উপজেলা হাইওয়ে অংশ পরিষ্কার করা হয়।পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্ধোধন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর,চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফয়সাল হাসান। চান্দিনা উপজেলা এনসিপির সভাপতি আবুল কাশেম অভির নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করা হয়। আবুল কাশেম অভি বলেন, চান্দিনায় উক্ত কর্মসূচি চলমান থাকবে কারণ ময়লা বেশি হয়ে, এখনে সেখানে পানি ঝমলে ডেঙ্গু মশার উৎপাত বাড়ে এবং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়া উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সমন্বয়কারী শরিফুজ্জামান,এনসিপির চান্দিনার সদস্য গাজী আলাউদ্দিন, ফারহানা ইয়াসমিন, আল ইরফান সাইফ, নেহাল, রাসেল আহমেদ সহ আরো অনেকেই।