আরমান হোসেন মিয়াজীচা
চান্দিনা জিনিয়াস স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।চান্দিনায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জানাব মো. তাজুল ইসলাম এর সভাপতিত্বে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল জনাব মু. ইব্রাহিম খলিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক স্কলারশিপ এর সভাপতি জনাব জসিম উদ্দিন আলম। ইউনিক স্কলারশিপে ও ওয়ামিতে বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্ট অব দ্যা ইয়ার ৪ জন, ট্যালেন্টপুলে ২০ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ জন শিক্ষার্থীকে, ১০০% উপস্থিত প্রায় ৪০জন এবং এবারই প্রথম সকল রোজা রাখতে পারা ২৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট বৃত্তির টাকা ও পুরস্কার দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সর্বজনাব ইলিয়াস উদ্দিন (পরীক্ষা নিয়ন্ত্রক), আল-মামুন (সিনিয়র শিক্ষক), আল মাহমুদ, সাকিলা খান সুমি, জহিরুল ইসলাম, মোশাররফ হোসেন, সুমি আক্তার, আয়েশা আক্তার, সোমা রাণী, শাহজালাল, মুন্না চক্রবর্তী, মানসুরা আক্তার, আরমান হোসাইন, নিগার সুলতানা নিঝুম, নাছরিন আক্তার, আকলিমা আক্তার কলি, মজিবুর রহমান, ফয়সাল আহমদ রাজীবসহ আরো অনেকেই।